মুক্তির মিছিলে অবাধ্য কবিতা
লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ০২ এপ্রিল, ২০১৩, ০৩:৩০:৩২ দুপুর
সাজ সন্ধ্যায় মনের আবেগে একেঁ চলি
সৃষ্টি সুখের উত্তাপ ভূবন জমিতে
কবিতারাও সহজে ধরাদেয় নিত্য অবধি
এই যেন আদুরী মায়ের বাধ্য ছেলে।
আমিও সৃজন মুখী অনাড়ী মাতা
স্বপ্নের বাসর সাজাই কবিতার স্তবকে
ছন্দের আড়ালে লুকিয়ে থাকে আরেক ভূমিতে
যেখানে নিত্য দ্বিধা-দ্বন্ধ আর যুদ্ধ যুদ্ধ খেলা
বিকট আওয়াজ জেগে উঠে অজস্র কবিতা
হাতে তুলে নেয় ষ্টীম রোলার
বিপ্লবী কাফেলার দলে আগমন করে
আমার সকল অবাধ্য কবিতা।
বিষয়: সাহিত্য
১০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন